কম বাজেটে ভালো গেমিং হেডফোন কোনগুলো

কম বাজেটে ভালো গেমিং হেডফন কোনগুলো এই বিষয় গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো।  যারা গেম খেলে তাদের ব্যবহারের জন্য বা যারা অফিসিয়াল কাজের জন্য হেডফোন নিতে চাই তাদের জন্য কোন হেডফোনগুলো ভালো হবে। 

কম-বাজেটে-ভালো-গেমিং-হেডফোন-কোনগুলো
কম বাজেটে ভালো গেমিং হেডফোন কোনগুলো বা বেশি দাম দিয়ে হেডফোন নিলে কি আরও ভালো হবে এগুলো সব নিয়ে আলোচনা করা হবে। মনোযোগ দিয়ে আর্টিকেলটি পরুন।

পোস্ট সুচিপত্রঃ  কম বাজেটে ভালো গেমিং হেডফোন কোনগুলো

কম বাজেটে ভালো গেমিং হেডফোন কোনগুলো 

আজকে আমরা আলোচনা করবো কম বাজেটে ভালো গেমিং হেডফোন কোনগুলো বা অফিসিয়াল কাজ করতে কেমন ধরনের হেডফোন প্রয়োজন পরে। আমরা অনেকেই কম্পিউটার বা ল্যাপটপে গেম খেলে থাকি এবং এই গেমিং সাউন্ড কে আরও বৃদ্ধি করার জন্য ও ভালো ভাবে বোঝার জন্য ভালো হেডফোন ব্যবহার করে থাকি যাতে গেমিং এর সাউন্ডটা স্মুথলি শোনা যায়। তাহলে গেমিং করার জন্য কোন হেডফোন গুলো নিলে ভালো হবে এগুলো আমাদের জানা প্রয়োজন তাই নিচে কিছু ভালো মানের গেমিং হেডফোন এর নাম উল্লেখ করা হলো।   

Brand Model Price
Havit Havit Gamenote H2040d Headphone ৳ 1,250
Havit Havit H2032d Headphone ৳ 1,300
Havit Havit Gamenote H2042d Headphone ৳ 1,400
Havit Havit Gamenote H2037d Headphone ৳ 1,500
Havit Havit Gamenote H2230d Headphone ৳ 1,250
Fantech Fantech HQ53 Flash Gaming Headphone ৳ 1,300
Fantech Fantech Chief HG20 Gaming Headphone ৳ 1,650
Fantech Fantech HG25 Orbit Gaming Headphone ৳ 1,700
Fantech Fantech MH88 Trinity Gaming Headphone ৳ 1,600
Fantech Fantech HQ55 Gaming Headphone ৳ 1,550
Aula Aula S505 Gaming Headphone ৳ 1,450
Aula Aula S605 Gaming Headphone ৳ 9,00
Aula Aula S608 Gaming Headphone ৳ 9,00
Redragon Redragon H130 pelias Gaming Headphone ৳ 1,149
Redragon Redragon H260 Hylas Gaming Headphone ৳ 1,750
Xtreame Xtreame X50RG Gaming Headphone ৳ 1,200
Xtreame Xtreame X200RG Gaming Headphone ৳ 1,200
Micropack Micropack GH-02 Cupid Gaming Headphone ৳ 1,400
A4 Tech A4 Tech Bloody G223P Gaming Headphone ৳ 1,550
A4 Tech A4 Tech FH300U Gaming Headphone ৳ 1,650
অপরে আমরা বেশকিছু গেমিং হেডফোন এর নাম,মডেল ও দাম সম্পর্কে বলেছি। যাদের বাজেট ৯০০ থেকে ২০০০ হাজার টাকার আসে পাসে তারা এই সকল হেডফোন গুলোর মধ্যে যেকোনো একটি যাচাই বাছাই করে নিতে পারেন। কম দাম থেকে শুরু করে উচ্চ দাম পর্যন্ত রয়েছে আপনাদের যাদের বাজেট যেমন তারা সেই দামের মধ্যে হেডফোন নিতে পারেন। 

কম দামে ভালো হেডফোন 

আমরা অপরে অনেক গুলো হেডফোন সম্পর্কে জেনেছি। কম দাম থেকে শুরু করে অনেক বেশি দাম পর্যন্ত। কিন্তু অনেকের বাজেট কম থাকাই তারা মূলত একেবারে কম দামে একটু ভালো প্রোডাক্ট দেখে থাকে তাদের জন্য আরও কিছু কোম্পানির হেডফোন রয়েছে। যেগুলো মোটামোটি কম দামে ভালো কোয়ালিটির হয়ে থাকে। যাদের বাজেট তুলনামূলক কম তাদের জন্য সেই হেডফোন ভালো হবে। HAVIT ব্র্যান্ডের কিছু হেডফোন আছে যেগুলো কম দামে খুবি ভালো সার্ভিস দিয়ে থাকে এবং কোয়ালিটিও খুবি ভালো।

HAVIT ব্র্যান্ডের যেগুলোর দাম ১ হাজার টাকার নিচে পাওয়া যাই ৭০০ থেকে ৮০০ টাকার মধ্যে সেই গুলো আপনি চাইলে নিতে পারেন। তবে এর থেকে কম দামে কিছু হেডফোন পাওয়া যায় যেগুলোর দামে প্রায় ৪০০ থেকে ৫০০ টাকার মধ্যে সেগুলোর কোয়ালিটি খুবি নরমাল ও খুব দ্রুত নষ্ট হয়ে যাওয়ার প্রবনতা থাকে। তাই আপনি চাইলে কম দামে HAVIT ব্র্যান্ডের কম দামে যেগুলো হেডফোন পাওয়া যায় সেগুলো আপনি দেখে নিতে পারেন। HAVIT একটি বিশ্বস্ত ব্র্যান্ড আপনি এই ব্র্যান্ডের হেডফোন নিয়ে ব্যবহার করতে পারেন।

ব্লুতুথ হেডফোন বাংলাদেশ প্রাইস

বর্তমানে বাংলাদেশে বিভিন্ন ধরনের ব্লুতুথ হেডফোন পাওয়া যায় যেগুলোর দামও একেক কোম্পানির একেক রকম দাম হয়ে থাকে। কোম্পানি অনুযায়ী এগুলোর দাম কম বেশি হয়ে থাকে এজন্য আপনি যেই কোম্পানির ব্লুতুথ হেডফোন নিবেন সেই কোম্পানির ব্র্যান্ড অপর নির্ভর করবে দাম। তবে এখন অনেক কম দামে ভালো ভালো ব্লুতুথ পাওয়া যায় যেগুলো কম দামে ভালো পারফর্মেন্স দেই ও ১ বছরের ওয়ারেন্টি সাপোর্টও থাকে। আপনার বাজেট যদি ১ হাজার থেকে ১২০০ টাকার মধ্যে হয়ে থাকে তাহলে আপনি এই বাজেটে বেশ কিছু ব্লুতুথ হেডফোন দেখতে পারে।  
এই বাজেটে HAVIT ব্র্যান্ডের অনেক গুলো ব্লুতুথ হেডফোন রয়েছে যেগুলো কম দামে ভালো পারফর্মেন্স দিয়ে থাকে। সাউন্ড কোয়ালিটি খুবি ভালো। HAVIT ব্র্যান্ডের হেডফোন ১ হাজার থেকে ১২০০ টাকা বাজেটের মধ্যে সবচেয়ে ভালো ব্লুতুথ হেডফোন সাপ্লাই করে থাকে। এর থেকে কম দামে আরও কিছু কোম্পানির ব্লুতুথ হেডফোন যেগুলো পাওয়া যায় সেগুলো থেকে আপনি যদি একটু বাজেট বৃদ্ধি করে এই HAVIT ব্র্যান্ডের হেডফোন নেন তাহলে খুবি ভালো পারফর্মেন্স পাবেন। বলা যেতে পারে আপনার বাজেট ১ হাজার টাকার অপরে থাকলে আপনি মোটামোটি ভালো কোম্পানির হেডফোন পেয়ে যাবেন।

ভালো মানের ব্লুতুথ হেডফোন 

ভালো মানের ব্লুতুথ হেডফোন অনেক কোম্পানির রয়েছে যেমন HAVIT ব্র্যান্ড আবার FANTECH ব্র্যান্ড, CORSAIR ব্র্যান্ড আরও অনেক কোম্পানির আছে যেগুলোর ব্র্যান্ড এবং কোয়ালিটি খুবি ভালো। আবার GIGABYTE ব্র্যান্ডেরও ব্লুতুথ হেডফোনও অনেক ভালো। আপনার বাজেট যদি ২ হাজার থেকে ৪ হাজার টাকার মধ্যে হয়ে থাকে তাহলে এগুলো ব্র্যান্ডের মধ্যে যেকোনো একটি ব্র্যান্ড পছন্দ করতে পারেন। এগুলো সবচেয়ে ভালো ব্র্যান্ড এবং এগুলোর চাহিদাও অনেক, এগুলো ব্র্যান্ড সবচেয়ে পপুলার আমাদের দেশে,তাই আপনি চাইলে এগুলো ব্র্যান্ডের মধ্যে দেখে নিতে পারেন। 
 
কম-বাজেটে-ভালো-গেমিং-হেডফোন-কোনগুলো
বর্তমানে এগুলো ছাড়াও আরও অনেক কোম্পানির ভালো মানের ব্লুতুথ হেডফোন রয়েছে, যেগুলো ২ হাজার থেকে ২৫০০ টাকার মধ্যে পাওয়া যায়। যাদের বাজেট এরকম তারা চাইলে ভিন্ন কোনো কোম্পানির ব্লুতুথ হেডফোন নিতে পারেন। তবে আমাদের দেশে অপরের কিছু ব্র্যান্ডের নাম উল্লেখ করা হয়েছে সেগুলো বেশি জনপ্রিয় তাই আপনি আপনার পছন্দের অপর ভিত্তি করে ভালো মানের ব্লুতুথ হেডফোন ক্রয় করতে  পারেন।

৫০০ টাকার মধ্যে ভালো ইয়ারফোন  

বর্তমানে হেডফোনের থেকে ইয়ারফোনের ব্যবহার বেশি হয়। আর ইয়ারফোন কম দামের মধ্যে বেশি টেকসয়। আপনার  যদি ৪০০ থেকে ৫০০ টাকার মধ্যে ইয়ারফোনের বাজেট হয়ে থাকে তাহলে আপনি খুবি ভালো মানের ইয়ারফোন ক্রয় করতে পারবেন। কি কি ব্র্যান্ডের ইয়ারফোন আছে এই বাজেটে চলুন জেনে নেই। ৫০০ টাকার মধ্যে ORAIMO E40 ইয়ারফোন এটা খুবি জনপ্রিয় একটি ব্র্যান্ড, আপনি এই ইয়ারফোন ক্রয় করলে খুবি ভালো পারফর্মেন্স পাবেন এবং ৬ মাসের ওয়ারেন্টিও রয়েছে। আপনার বাজেটে এই ইয়ারফোনটি সেরা হবে।

এছাড়াও ৩০০ থেকে ৪০০ মধ্যে  আরও অনেক কোম্পানির ইয়ারফোন রয়েছে যেগুলো কম দামে ভালো সার্ভিস দিয়ে থাকে। যেমন QKZ DM 10 আবার QKZ DM 7 আবার QKZ DM 9 এগুলো একি কোম্পানির কিন্তু ভিন্ন ভিন্ন মডেলের রয়েছে। এছাড়াও REMAX 510 এই বাজেটের সবচেয়ে জনপ্রিয় ইয়ারফোন হচ্ছে এগুলো। আপনি যদি গেমিং ইয়ারফোন নিতে চান তাহলে PLEXTONE এর গেমিং ইয়ারফোন গুলো দেখতে পারেন। এই ইয়ারফোন গুলো গেমারদের জন্য বেশ কমফোর্টেবল এবং হাই কোয়ালিটির ইয়ারফোন এগুলো। এগুলো নরমালি শুরু হচ্ছে ৯০০ থেকে ১০০০ হাজার টাকার মধ্য থেকে শুরু।

গেমিং ব্লুতুথ হেডফোন কেমন 

ব্লুতুথ গেমিং হেডফোন সচরাচর খুবি কম পাওয়া যায়। কিছু কিছু কোম্পানি আছে যারা তাদের হেডফোন গুলোর মান খুবি উন্নত করে যা গেমিং এর জন্য কমফোর্টেবল হয়। তাছাড়া বেশিরভাগ মানুষ তার সংযোগ হেডফোন দিয়ে গেম খেলে বা ইউজের জন্য ক্রয় করে। কারন ব্লুতুথ হেডফোনে গেম খেলার সময় সাউন্ড অনেক আগে পিছে হয়ে যায় এবং খুবি সমস্যা হয় এই কারনে অনেকেই গেম খেলার জন্য তার সংযোগ হেডফোন গুলো বেশি ব্যবহার করে থাকে। আর গেমিং এর ক্ষেত্রে ব্লুতুথ হেডফোন খুবি কম মানুষ ইউজ করে। 
 
আপনি যদি ব্লুতুথ হেডফোন গেম খেলা বাদে যদি গান শোনা বা কথা বলার জন্য নেন তাহলে এগুলোর ক্ষেত্রে কোন সমস্যা সৃষ্টি হয় না। কিন্তু গেম খেলার সময় গেমের সাউন্ড খুবি আগে পিছে হয়ে যায়। ব্লুতুথ হেডফোন যেমন FANTECH বা HAVIT বা HOCO ব্র্যান্ডের ব্লুতুথ হেডফোন গুলো মার্কেটে সচরাচর বেশি চাহিদা বেড়েছে। এগুলো কোয়ালিটি এবং বেশ কিছু মডেলে নয়েস কেন্সিলেসন অপশন রয়েছে। তবে আপনি যদি এগুলো কোম্পানির মধ্যে কোন হেডফোন পছন্দ করেন তাহলে এগুলো দিয়ে গেম না খেলে গান বা কথা বলার জন্য খুবি ভালো হবে। গেম খেলতে পারবেন কিন্তু সাউন্ড গুলো আগে পিছে হয়ে যাবে যা একটা বিরক্তিকর বিষয় হয়ে দাঁড়াবে।

কম দামে ভালো ব্লুতুথ হেডফোন 

বর্তমান সময়ে আপনি ৩৫০ টাকা থেকে ৪০০ টাকার মধ্যেও ব্লুতুথ হেডফোন পেয়ে যাবেন। এগুলো হচ্ছে P47 ব্লুতুথ হেডফোন এবং এর থেকে একটু বাজেট বৃদ্ধি করলে P15 ব্লুতুথ হেডফোন ও JBL881A ব্লুতুথ হেডফোন এগুলো আপনি ৭০০ থেকে ৭৫০ টাকার মধ্যে পেয়ে যাবেন এবং এগুলো কোয়ালিটি মোটামোটি ভালো। কম দামে এগুলো বাজারে বেশি বিক্রয় হয়ে থাকে। আপনি যদি এই বাজেটে হেডফোন নিতে চান তাহলে এই বাজেটে এগুলোর চেয়ে ভালো ব্লুতুথ হেডফোন আর নেই। তবে এগুলোর কোয়ালিটি দাম বিবেচনাই বেশ ভালো ও টেকসয়।

আপনি আবার যদি আবার ১০০০ হাজার টাকার অপরে বাজেট করেন তাহলে HAVIT কোম্পানির অনেক গুলো মডেল রয়েছে যেগুলো খুবি ভালো। আপনার বাজেট খুব অল্প থাকলে অপরে যেগুলো মডেল এর নাম বলা হয়েছে সেগুলোর মধ্যে নিতে পারনে। ওগুলোর চার্জ ব্যাকআপ খুব খারাপও না আবার খুব ভালো না, মধ্যম কোয়ালিটির মধ্যে ওগুলো বিবেচনা করা যায়। কম দামের দৃষ্টিতে ভালো সার্ভিস দিয়ে থাকে ও ভালো ভাবে ইউজ করলে দীর্ঘদিন পর্যন্ত টেকসয় হতে পারে।

সবচেয়ে ভালো হেডফোন কোনটি 

আপনি যদি মনে করেন যে আপনার ব্যবহারের জন্য সবচেয়ে ভালো হেডফোন ক্রয় করবেন তাহলে আপনাকে বেশ কিছু ব্র্যান্ডের হেডফোন সম্পর্কে জানতে হবে। বর্তমানে অনেক ব্র্যান্ডের হেডফোন এর চাহিদা রয়েছে যেমন CORSAIR বা FANTECH বা GIGABYTE এগুলো সবচেয়ে জনপ্রিয় হেডফোনের তালিকায় রয়েছে। এগুলোর ব্র্যান্ডের অনেক রকমের মডেল রয়েছে যেগুলোর চাহিদা এবং দাম একেক ধরনের। কম্পিউটার বা ল্যাপটপে কথা বলার জন্য এগুলো অনেক ভালো এবং গেমিং এর জন্যও অনেক কমফোর্টেবল। তাই ভালো হেডফোনের তালিকাই অপরের যেকোনো ব্র্যান্ডের হেডফোন সম্পর্কে ধারণা নিয়ে ক্রয় করতে পারেন।

কম-বাজেটে-ভালো-গেমিং-হেডফোন-কোনগুলো
আবার আপনি যদি এগুলো কোম্পানির কোন ব্লুতুথ মডেলের হেডফোন নিতে চান তাহলে সেগুলোও ভালো হবে কিন্তু আপনি ব্লুতুথ হেডফোন দিয়ে কথা বলা বা গান শোনার জন্য ব্যবহার করতে পারেন, যদি মনে করেন যে গেমিং এর জন্য ব্লুতুথ হেডফোন নিবেন তাহলে সেটি আপনার গেমের সাউন্ড কে কম বেশি করে দিতে পারে যার ফলে আপনি প্রপারলি ভাবে গেম এর সাউন্ড পাবেন না। এজন্য তার সংযোগ হেডফোন সবচেয়ে ভালো হবে এবং সাউন্ড কোয়ালিটি ও গেমের ক্ষেত্রেও খুবি ভালো পারফর্মেন্স দিবে। 

হেডফোন ভালো নাকি ইয়ারফোন ভালো 

আপনার বাজেট এবং ব্যবহারের অপর নির্ভর করবে যে হেডফোন ভালো নাকি ইয়ারফোন ভালো। তবে আপনি যদি হেডফন নেন তাহলে একটু ভালো মানের হেডফোন এর দাম ১০০০ হাজার থেকে ১২০০ টাকার মধ্যে পরবে আর আপনি যদি ইয়ারফোন নিতে চান তাহলে ৪০০ থেকে ৫০০ টাকার মধ্যে ভালো ভালো ব্র্যান্ডের ইয়ারফোন পেয়ে যাবেন। তবে হেডফোনের সুবিধা হচ্ছে আপনি সাউন্ড কোয়ালিটি একেবারে স্মুথলি পাবেন এবং নয়েস কেন্সিলেসন অপশন থাকে যার ফলে বাইরের কোন এক্সট্রা সাউন্ড শোনা যায় না ও দীর্ঘসময় কানে দিয়া রাখা যায়। 
 

আরও পড়ুনঃ ওয়াইফাই সংযোগ নিতে কি কি লাগে ও খরচ কত

আর ইয়ারফোনের ক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি ভালো দেই কিন্তু নয়েস কেন্সিলেসন অপশন থাকে না। এবং সাউন্ড এর যেই বিট থাকে সেটা ইয়ারফোনে বেশি পাওয়া যাই না। আবার ইয়ারফোন ছোট জিনিস এজন্য কানে বেশি সময় ধরে দিয়ে রাখলে কান ব্যাথা হয়ে যেতে পারে। ইয়ারফোন বাইরে ইউজের জন্য ভালো যেখানে সেখানে নিয়ে যাওয়া যায় আর হেডফোন বাসায় ইউজের জন্য ভালো। কম্পিটারের বা ল্যাপটপে কথা বলা বা গেম খেলার সাউন্ড স্মুথলি পাওয়ার জন্য হেডফোন বেষ্ট।

পরিশেষেঃ কম বাজেটে ভালো গেমিং হেডফোন কোনগুলো

কম বাজেটে ভালো গেমিং হেডফোন কোনগুলো এবং কোনটা আপনার জন্য ভালো হবে ব্লুতুথ নাকি তার সংযোগ হেডফোন এই সব বিষয় নিয়ে আলোচনা করেছি।  পুরো আর্টিকেলটি পরলে আপনি সহজেই বুঝতে পারবেন কোন কোন ব্র্যান্ডের হেডফোন ভালো এবং ওগুলোর দাম কত। আমারা সব বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। বর্তমানে যেগুলো গেমিং হেডফোন কম দামে বেশি জনপ্রিয় সেগুলোর দাম ও ব্র্যান্ড সম্পর্কে বলা হয়েছে। অপরের ছকে কম দামে অনেক গুলো গেমিং হেডফোন সম্পর্কে মোটামোটি ধারণা দাওয়া হয়েছে।

আশা করি আপনারা বুঝতে পেরেছেন কম বাজেটে ভালো গেমিং হেডফোন কোনগুলো ও ব্লুতুথ হেডফন ও তার সংযোগ হেডফোনের মধ্যে পার্থক্য কি। পুরো আর্টিকেলটি এতক্ষণ পরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এরকম আরও অনেক তথ্য রিলেটিভ ব্লগ পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন এবং ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

বাংলা অনলাইন টিপস নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url