১৫০০ টাকার মধ্যে ভালো রাউটার - কি দেখে কিনবেন

১৫০০ টাকার মধ্যে ভালো রাউটার  কি দেখে কিনবেন, বর্তমানে নেটওয়ার্ক সিস্টেম খুব জনপ্রিয় হয়ে উঠছে এজন্য কম দামে ভালো পারফর্মেন্স রাউটার প্রয়োজন হয়। কি দেখে রাউটার কিনবেন,কোনটা ভালো হবে এই নিয়ে আজকের ব্লগ
১৫০০-টাকার-মধ্যে-ভালো-রাউটার
বর্তমানে অনেকেই রাউটার কিনতে যেয়ে অনেক বাধা-বিপত্তির মধ্যে পড়ে কারণ সে জানে না যে কোন রাউটারটি কম দামে ভালো পারফরমেন্স দেবে। আজকের ব্লগটি পড়ে খুব সহজেই আপনি আপনার বাজেটের সেরা রাউটারটি ক্রয় করতে পারবেন চলুন বিস্তারিত জানা যাক।

পোস্ট সুচিপত্রঃ ১৫০০ টাকার মধ্যে ভালো রাউটার - কি দেখে কিনবেন

১৫০০ টাকার মধ্যে ভালো রাউটার - কি দেখে কিনবেন

বর্তমানে বাংলাদেশে নেটওয়ার্ক সিস্টেম এর চাহিদা ব্যপক ভাবে বেড়েছে। শুধু নেটওয়ার্ক সিস্টেম ভাল হলেই হবে না,আমাদের ইউজের রাউটার কেও ভালও নেটওয়ার্ক ধরার ক্ষমতা রাখতে হবে। এজন্য প্রয়োজন ভাল মানের উন্নত রাউটার যা আপানার নেটওয়ার্ক সিস্টেম কে সচল রাখবে এবং নেটওয়ার্ক এর সমস্যাও খুব কম হবে। ওয়াইফাই মানে আপনাকে একটু ভোগান্তিতে পরতে হবে কিন্তু এটার সমস্যাও তো দূর করতে হবে। এজন্য আপনার ব্যবহারের রাউটার কে ভালো এবং ব্যবহারের উপযোগী হয় এমন কোম্পানির নিতে হবে। 

আরও পড়ুনঃ ই পর্চা খতিয়ান অনুসন্ধান

অনেকের বাজেট কম থাকার কারণে অনেক নোরমাল কোয়ালিটির রাউটার ক্রয় করে। যার ফলে দুই দিন পর পর নেটওয়ার্ক এর সমস্যা দেই। এবং কাজের  ও অনেক বেঘাত ঘটে, এজন্য আজকে আপনাদের খুবি ভাল মানের কম দামে কিছু কোম্পানির রাউটার সাজেস্ট করবো যেগুলো কম দামে অনেক ভালো নেটওয়ার্ক সাপ্লাই দিবে। এবং আপনি নেটওয়ার্ক এর ঝামেলাই না পরেন ও নিশ্চিত ভাবে কোন প্রকার সমস্যা ছারাই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

কি কি দেখে রাউটার ক্রয় করবেন

আপনি  যদি ভাবেন ১৫০০ টাকার মধ্যে ভাল রাউটার ক্রয় করবেন তাহলে প্রথমে দেখতে হবে আপনার ইউজার কত জন। কারন আপনার ইউজার যদি বেশি হয় তাহলে আপনার ইন্টারনেট স্পিড ও বাড়াই নিতে হবে। না হলে আপনার রাউটার বেশি লোড নিতে পারবে নাহ। এবং নেটওয়ার্কের গতি কমিয়ে দিবে ও নেটওয়ার্ক সিস্টেম কে দুর্বল করে দিবে। যার ফলে আপনি ভোগান্তিতে পরতে পারেন।

নেটওয়ার্ক সিস্টেম এখন মানুষের খুবই প্রয়োজনীয় মাধ্যম হয়ে উঠেছে। এর জন্য প্রয়োজন ভালো নেটওয়ার্ক সিস্টেম এবং ভালো মানের রাউটার। সবাই স্বল্প দামে ভালো জিনিস চাই যাতে করে সে জিনিসটা ভালো ভাবে ইউজ করতে পারে। সেই জন্য কম দামে ভালো মানের অনেক রাউটার রয়েছে যেগুলো আপনার বাসা বাড়ির জন্য পারফেক্ট। 

নেটওয়ার্ক কভারেজ কেমন প্রয়োজন জেনে নিন

বর্তমানে আপনি যদি ১৫০০ টাকার মধ্যে সেরা রাউটার কিনতে চান তাহলে অবশ্যয় কিছু ফিচার বা ব্র্যান্ড ফলো করবেন। কারন ফিচার এবং ব্র্যান্ড এর ভিত্তিতেই আপনার রাউটার টি ভালো হবে। ব্র্যান্ড ফিচার যদি ভালো হয় তাহলে এর পারফর্মেন্স ও কভারেজ  খুবই ভালো হবে। ১৫০০ টাকার মধ্যে ভালো রাউটার এর মধ্যেই ভালো ফিচার এবং ব্র্যান্ড পাওয়া যাবে।

আপনার এই বাজেট এর জন্য নির্দিষ্ট কিছু কোম্পানির রাউটার আছে যেগুলো ক্রয় করলে আপনি ভালো পারফর্মেন্স পাবেন। যেমন ধরেন টিপিলিঙ্ক কোম্পানি আছে যারা ১৫০০ টাকার মধ্যে ভালো ভালো রাউটার সাপ্লাই করে এবং এগুলো কোয়ালিটি ও খুবই ভালো এগুলো আপনার জন্য বাজেট দৃষ্টি তে খুবই ভালো হবে। এই বাজেট এর জন্য টিপিলিঙ্ক কোম্পানির রাউটার সেরা।

ডুয়াল ব্র্যান্ড নাকি সিঙ্গেল ব্র্যান্ড রাউটার নিবেন

কোন রাউটার আপনার জন্য ভালো হবে ডুয়াল ব্র্যান্ড নাকি সিঙ্গেল ব্র্যান্ড। অনেকেই রাউটার ক্রয় করতে জেয়ে বিপাকে পরে যাই যে কোন রাউটার নিবে, যদি আপনি মনে করেন যে আপনার বাজেট কম এবং আপনার ইউজার সংখ্যাও কম সে ক্ষেত্রে আপনি সিঙ্গেল ব্র্যান্ড রাউটার নিতে পারেন কারণ সিঙ্গেল ব্র্যান্ড রাউটার এ আপনি মিনিমাম ৫ থেকে ৭ জন পর্যন্ত ব্যবহার করতে পারেন এতে করে আপনার নেটওয়ার্ক MBBS এর স্পিড বেশি নিতে হবে।

তাহলে অনেকেই বলতে পারেন যে মানুষ বেশি টাকা দিয়ে ডুয়াল ব্র্যান্ড রাউটার ক্রয় করে কেন, বেশি টাকা দিয়ে রাউটার কিনে তাহলে অবশ্যয় সেগুলোর পারফর্মেন্স ভালো হবে। হ্যাঁ অবশ্যয় সেগুলোর পারফর্মেন্স ভালো হবে কারণ ওগুলোর নেটওয়ার্ক কভারেজ ভাল। কিন্তু একটা সমস্যা হচ্ছে ডুয়াল ব্র্যান্ড রাউটার 5G ডিভাইস ছাড়া 5G চলবে না। তা ছাড়া ডুয়াল ব্র্যান্ড রাউটার অনেক ভালো। দাম বেশি হলেও সব দিক দিয়ে ভালো হবে। 

কম দামে ভালো রাউটার কিভাবে চিনবেন

কম দামে ভালো রাউটার চিনার কিছু বিষয় আছে যেগুলো দেখে আপনি সহজেই কম দামে ভালো রাউটার কিনতে পারবেন। আপনি যদি মনে করেন ১৫০০ টাকার মধ্যে ভালো রাউটার নিবেন তাহলে কিছু রাউটার এর ব্র্যান্ড সম্পর্কে আইডিয়া নিবেন যেমন ধরেন TP LINK কোম্পানি আছে আবার NETIS কোম্পানি আছে, আবার TENDA কোম্পানি আছে এর মধ্যে আপনি যেকোনো দেখে নিতে পারেন। কারন এগুলো কোম্পানির কিছু মডেল আছে যা ১৫০০ টাকার মধ্যে ভালো ভালো রাউটার সাপ্লাই করে।

১৫০০-টাকার-মধ্যে-ভালো-রাউটার

এগুলোর মধ্যে বেশি রাউটার চলে TP LINK কোম্পানির কারন এই কোম্পানি অনেক আগে থেকে আছে এবং এই কোম্পানির রাউটার এর চাহিদা অনেক বেশি। NETIS কোম্পানিও খারাপ না এটাও ১৫০০ টাকার মধ্যে পাওয়া যাই এবং এর নেটওয়ার্ক কভারেজ অনেক বেশি মার্কেটে এটার চাহিদাও ভালো। বর্তমানে TENDA কোম্পানির রাউটার অনেক বেশি চলছে কারন ১৫০০ টাকার মধ্যে এই রাউটার এর অনেক মডেল রয়েছে যেগুলো বর্তমানে চলছে ভালো।

বাজেট অনুযায়ী রাউটার বাছায়ের কৌশল জেনে নিন

কম বাজেট হলেই যে রাউটার খারাপ হয়ে যাবে তা কিনতু না, আপনার বাজেতকম থাকলেও ভালো মানের রাউটার ক্রয় করতে পারবেন। রাউটার কেনার সময় ফোকাস করবেন যে রাউটার MBBS ধারণ ক্ষমতা কেমন এবং এন্টিনা কয়টা আছে,বেশি এন্টিনা থাকলে নেটওয়ার্ক কভারেজ ভালো পাওয়া যাই। সব সময় খেয়াল করবেন যে যেগুলো কোম্পানির রাউটার খুব বেশি চলে না, সে গুলো নিবেন নাহ। কারন নন ব্র্যান্ড রাউটার সেটআপ করা বাঁ পাসওয়ার্ড চেঞ্জ করা অনেক কষ্টকর।

আরও পড়ুনঃ কিভাবে নিজেকে দক্ষ ফ্রিলান্সার হিসাবে প্রতিষ্ঠিত করবেন

আপনি চাইলে সহজে ১৫০০ টাকার মধ্যে ভালো রাউটার কিনতে পারেন। এই বাজেট এর সেরা রাউটার আপনি TP LINK বা NETIS বা TENDA কোম্পানির নিতে পারেন। এই বাজেট এর মধ্যে সব মডেল ভালো হবে, এগুলোর ম্যাক্সিমাম নেটওয়ার্ক ধারন ক্ষমতা ৩০০ MBBS এবং নেটওয়ার্ক কভারেজ প্রাই চারিদিক মিলিয়ে ৮০ থেকে ৯০ মিটার পর্যন্ত, আপনি এগুলোর মধ্যে যেকোনো রাউটার নিতে পারেন।এগুলো ১৫০০ টাকার মধ্যে অনেক ভালো মানের রাউটার।

গেমিং এর জন্য  কেমন রাউটার  প্রয়োজন

যারা গেম খেলে তাদের জন্য ভালো নেটওয়ার্ক অবশ্যয় প্রয়োজন। কারন গেমে ভালো নেট সাপ্লাই না দিতে পারলে অনেক ঝামেলার সম্মুখিন হতে হয়। এজন্য ভালো নেট কানেকশন এবং ভালো মানের রাউটার প্রয়োজন যার নেটওয়ার্ক ধারন ক্ষমতা ৭৫০ থেকে ১২০০ MBBS পর্যন্ত হতে হবে। জাদের ল্যান্ড কানেকশন ১০০০ MBBS পর্যন্ত টানতে পারে। না হলে গেমিং করার সময় ভালো পারফর্মেন্স পাবে নাহ। তাদের জন্য ডুয়াল ব্র্যান্ড রাউটার প্রয়োজন, তাহলে গেম খেলে বা কোন কাজ করে ভালো ফলাফল পাবেন।

আপনি যদি গেম খেলেন এবং ভালো নেটওয়ার্ক পেতে চান তাহলে অবশ্যয় ভালো রাউটার প্রয়োজন কারন আপনি যদি ভাবেন ১৫০০ টাকার মধ্যে ভালো মধ্যে ভালো রাউটার কিনে গেমিং করবেন বা ওয়াইফাই রিলেটিভ কোন বড় কাজ করবেন তাহলে এই রাউটার এ সুধু আপনি একাই ইউজ করতে হবে কারন গেমিং এর জন্য হাই কোয়ালিটির রাউটার প্রয়োজন সে ক্ষেত্রে আপনাকে ৭৫০ থেকে ১২০০ MBBS ধারন ক্ষমতার রাউটার প্রয়োজন।

সিঙ্গেল ব্র্যান্ড ও ডুয়াল ব্র্যান্ড রাউটার  কি

আমরা অনেকেই বুঝতে পারিনা যে সিঙ্গেল ব্র্যান্ড ও ডুয়াল ব্র্যান্ড রাউটার কি এবং এর উপকারিতা কি এবং কি কি কাজে ডুয়াল ব্র্যান্ড ইউজ হয়। সিঙ্গেল ব্র্যান্ড রাউটার হচ্ছে 2.4 GIGAHAJ যা সুধু 4G সাপোর্ট ডিভাইজ এ ব্যবহার করা যাই এবং এর নেটওয়ার্ক রেঞ্জ অনেক দূর পর্যন্ত পাই, এগুলো হচ্ছে ১০০০ থেকে ১৭০০ টাকার মধ্যে যেগুলো রাউটার পাওয়া যাই সেগুলো ম্যাক্সিমাম সিঙ্গেল ব্র্যান্ড রাউটার কম ইউজারদের জন্য এগুলো রাউটার যথেষ্ট।

আরও পড়ুনঃ ফ্রিলান্সিং শিখে মাসে লাখ টাকা আয়ের উপাই

অনেকেই ডুয়াল ব্র্যান্ড রাউটার সম্পর্কে জানে না, ডুয়াল ব্র্যান্ড রাউটার হচ্ছে সিঙ্গেল ব্র্যান্ড এর 2.4 GIGAHAJ এড় সাথে 5 GIGAHAJ থাকে এটি সাধারনত কাছেই নেটওয়ার্ক সাপ্লাই দেই কিন্তু এটার স্পিড অনেক বেশি থাকে সিঙ্গেল ব্র্যান্ড এর থেকে অনেক ভালো নেটওয়ার্ক সাপ্লাই দেই। ডুয়াল ব্র্যান্ড রাউটার সাধারনত ৭৫০ থেকে ১২০০ বা এর বেশি নেটওয়ার্ক ধারন ক্ষমতা রাখে। এগুলোর দাম ও অনেক বেশি এবং বেশি ইউজারদের জন্য ডুয়াল ব্র্যান্ড রাউটার অনেক ভালো।

১৫০০ টাকার মধ্যে সেরা রাউটার ও মডেল

১৫০০ টাকার মধ্যে কিছু ভালো রাউটার ও তাদের মডেল দাওয়া হলোঃ

  • টিপিলিঙ্ক ৮২০ মডেল রাউটার
  • টিপিলিঙ্ক ৮৪০ মডেল রাউটার
  • টিপিলিঙ্ক ৮৫০ মডেল রাউটার
  • টিপিলিঙ্ক ৮৪১ মডেল রাউটার
  • টিপিলিঙ্ক ৮৪৫ মডেল রাউটার
  • নেটিস ২৪০৯ মডেল রাউটার
  • নেটিস W4 মডেল রাউটার
  • টেন্ডা ৩০১ মডেল রাউটার
  • টেন্ডা F3 মডেল রাউটার
  • টেন্ডা F4 মডেল রাউটার
উপরের উল্লেখিত ব্র্যান্ড ও মডেল গুলো ১৫০০ টাকার মধ্যে অনেক ভালো রাউটার এগুলোর মধ্যে আপনি যেকোনো মডেল নিতে পারেন এগুলো মডেল এর রাউটার শুরু হচ্ছে ১০০০ থেকে ১৫০০ টাকার মধ্যে আর এগুলো আপনার ইউজার এর ওপর ভিত্তি করে নিতে পারেন।

আপনার জন্য কোন রাউটার ভালো হবে জানুন

এখানে তো অনেক রাউটার আছে আপনি কোনটা নিবেন,আপনার বাজেট যদি ১৪০০ থেকে ১৫০০ টাকা হয়ে থাকে তাহলে অবশ্যয় টিপিলিঙ্ক বা টেন্ডা, নেটিস এর আপডেট মডেল গুলো নিবেন তাহলে নেটওয়ার্ক কভারেজ বা ইউজার সংখ্যা বেশি পাবেন। যদি ১০০০ বা ১২০০ টাকার মধ্যে বাজেট হয়ে থাকে তাহলে টিপিলিঙ্ক এর ৮২০ বা টেন্ডা ৩০১, F3 মডেলের রাউটার এগুলো নিতে পারেন। এগুলো সব গুলো ভালো ডিফারেন্স হচ্ছে দাম ও মডেলের।

১৫০০-টাকার-মধ্যে-ভালো-রাউটার

আপনার যদি বাজেট ফিস্কট করা থাকে তাহলে আপনি ১৫০০ টাকা বাজেট করে আপডেট মডেল গুলো নিতে পারেন,এগুলোর রেঞ্জ এবং নেটওয়ার্ক কভারেজ খুবই ভালো হবে। আর আপনার MBBS যদি বেশি থাকে তাহলে এগুলো তেও আপনি ১০ থেকে ১২ টা ডিভাইস ব্যবহার করতে পারবেন। তাহলে আপনি ১৫০০ টাকা বাজেট করলে আপনার নেটওয়ার্ক সিস্টেম এর জন্য মোটামোটি ভালো রাউটার নিতে পারবেন।

লেখকের শেষ বক্তব্য

আজকের আর্টিকেল টি ছিল ১৫০০ টাকার মধ্যে ভালো রাউটার কি দেখে কিনবেন রাউটার  এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আপনার বাজেট অনুযায়ী যেগুলো রাউটার এর কথা বলা হয়েছে এগুলো সব গুলো রাউটার ভালো। ১৫০০ টাকার মধ্যে ভালো রাউটার এগুলো ছাড়া অন্য কোন কোম্পানির রাউটার নাই। আর থাকলেও এগুলোর মত পারফর্মেন্স দিতে পারবে না। 

আশা করি আমাদের আর্টিকেল পরে আপনি বুঝতে পেরেছেন ১৫০০ টাকার মধ্যে ভালো রাউটার কি দেখে কিনবেন এ বিষয়ে আপনার ভালো ধারনা হয়েছে । এমন নতুন নতুন টিপস বাঁ যেকোনো তথ্য পেতে আমাদের ব্লগ পোস্ট নিয়মিত পড়ুন ও আমাদের ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করুন ধন্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

বাংলা অনলাইন টিপস নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url